দেশ বিদেশ

কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু, মানলেন ডোনাল্ড ট্রাম্প

“তৃতীয় কোনও পক্ষের সাহায্য দরকার নেই ভারতের”

তৃতীয় কোনও পক্ষের সাহায্য দরকার নেই ভারতের। সোমবার জি সেভেন সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি৭ শীর্ষ সম্মেলনের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের আগেকার অবস্থান থেকে সরে এসে জানিয়ে দিয়েছেন, কাশ্মীর দ্বিপাক্ষিক সমস্যা। তাঁর কথা, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তারা পাকিস্তানের সঙ্গে কথা বলবে। আমি মনে করি, তারা কিছু করতে পারলে তা হবে খুবই ভালো। ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে বিভেদ নিটিয়ে ফেলবে বলে আমি নিশ্চিত।”