৩৭০ প্রত্যাহার নিয়ে পুনর্মূল্যায়ন, কেন্দ্রকে নোটিশ দেবে সুপ্রিম কোর্ট
নয়াদিল্লিঃ কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা নিয়ে কেন্দ্র এবং জম্মু–কাশ্মীর সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। বুধবার সকালে এই নোটিস পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে যে মামলাগুলি দায়ের করা হয়েছে, সেগুলিকে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠানো হল। এই মামলাগুলির শুনানি হবে অক্টোবরে। আজ শীর্ষ আদালতকে নোটিস না পাঠানোর জন্য আবেদন জানিয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে সিদ্ধান্ত বদলানো হবে না বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই মামলাগুলি শুনবে।