জেলা

কী সব্যসাচী কিছু বলার আছে? প্রশাসনিক বৈঠকে জানতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

জ্যোতির্ময় দত্ত, উত্তর ২৪ পরগণাঃ মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন কিছু দিন আগে। তবে এখনও তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। উত্তর ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠকে হাজির হলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। আর সবাইকে অবাক করে সব্যসাচীর কাছে সমস্যা জানতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ভোটের আগে মুকুল রায়ের সঙ্গে লুচি-আলুর দম পর্ব নিয়ে সব্যসাচীর সঙ্গে দলের দূরত্বের সূত্রপাত। তারপর থেকে একাধিকবার দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন সব্যসাচী। অভিযোগ করেছেন, রাজ্যে গণতন্ত্র নেই। উত্তর ২৪ পরগণার প্রশাসনিক বৈঠকে সকলকে বিস্মিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘কী সব্যসাচী, কিছু বলার আছে’। সব্যসাচী দত্ত তখন উঠে দাঁড়িয়ে জবাব দেন, দিদি আমার চাওয়ার কিছু নেই। বিভিন্ন দফতরের মধ্যে পারস্পরিক সম্পর্ক নেই। মত্‍স্য দফতর বলছে, জলাশয়। সেটাই আবার বুজিয়ে দেওয়া হচ্ছে। জলা জমি ভরাট যাতে না করা হয়, সেটা দেখা দরকার। বারাসতে যশোর রোডের পাশে জলাভূমি ভরাট করা হচ্ছে। মমতা তখন বলেন,’তুইও তো মেয়র ছিলিস। চোখের সামনে দেখিস, কিছু বলিস না। তোর বিধান সভাতে কিছু আছে কিনা বল’। সব্যসাচী তখন বলেন, ‘ডিএম ম্যাডামকে অনুরোধ করব ভূমি সংস্কার দফতরের রেকর্ড ও মত্‍স্য দফতরের রেকর্ড সরবরাহ করুন’। আরে ওয়েবসাইটে তথ্য থাকে তো, সব্যসাচীকে স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক আধিকারিক উঠে দাঁড়িয়ে জানান, জমির তথ্য ল্যান্ডের ডিটেলস পেতে পারেন অ্যাপে। জমির তথ্য ডাউনলোড করলে পেয়ে যাবেন সমস্ত তথ্য। সব্যসাচী দত্ত তখন বলেন,’আমাদের রাজারহাট-নিউটাউন ২৩টা ভেড়ি ও ঝিল রয়েছে। প্রচুর মাছ ছাড়া হচ্ছে। অথচ কোনও রেকর্ড নেই। খুব অসুবিধা হয়’।