বিনোদন

‘কুইন’ হয়ে আসছেন জয়ললিতা

সেলুলয়েডের পর এবার ওয়েব সিরিজে জয়ললিতার জীবনচরিত উঠে আসছে। সম্প্রতি বড়পর্দায় জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’-র  কথা ঘোষণা করেছেন কঙ্গনা রানাউত। ইতিমধ্যেই তার পোস্টার ও টিজার প্রকাশ্যে এসে গিয়েছে। পোস্টার নিয়ে সমালোচনার শিকারও হয়েছেন অভিনেত্রী। তারই মধ্যে ‘কুইন’ নামে ওয়েব সিরিজের কথা সামনে এল। এই ওয়েব সিরিজের বিরুদ্ধেই কিছুদিন আগে আপত্তি তুলেছিলেন জয়ললিতার ভাগ্নে দীপক জয়কুমার। দীপকের দাবি, এই ছবি বানানোর আগে তাঁদের পরিবারের থেকে কোনও রকম অনুমতি নেয়নি পরিচালক এবং প্রযোজনা সংস্থার তরফে। একই সঙ্গে তিনি এও জানান যে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘থালাইভি’-র জন্যে যথাযথ অনুমতি তাঁদের থেকে নিয়েছিলেন পরিচালক এ এল বিজয়। তাঁকে নো অবজেকশন সার্টিফিকেটও দেওয়া হয়েছে। কিন্তু ‘কুইন’-এর ক্ষেত্রে এর কোনওটাই হয়নি। কিন্তু যাবতীয় জল্পনা ও বিতর্ককে পিছনে ঠেলে খুব শীঘ্রই যে জয়ললিতার জীবন অবল্বনে তৈরি ‘কুইন’ মুক্তি পাবে, তা টিজারই এদিন জানিয়ে দিল। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের টিজার। এম এক্স প্লেয়ারে এটি দেখা যাবে। জানা গিয়েছে, এই ওয়েব সিরিজে জয়ললিতার স্কুল জীবনের গল্পও দেখানো হবে। পড়াশোনায় বরাবরই ভাল ছিলেন জয়ললিতা। ভারতনাট্যম নাচতেনও ভাল। কিশোরী থেকে যুবতী হয়ে ওঠার গল্প উঠে আসবে ‘কুইন’-এ। তাঁর অভিনয় ও রাজনীতি জীবনের খুঁটিনাটি কথাও নাকি ওয়েব সিরিজে ধরা পড়েছে। টিজারে দেখানো হয়েছে স্কুলের ‘স্টেট টপার’ থেকে ১৮ বছর বয়সে ‘সুপারস্টার হিরোইন’ হয়ে উঠেছিলেন জয়ললিতা। তিনিই ছিলেন তামিলনাড়ুর সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। এই ওয়েব সিরিজে আম্মার চরিত্রে অভিনয় করছেন রামিয়া কৃষ্ণন।  এখানে রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী রামিয়া কৃষ্ণণ। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন গৌতম বাসুদেব মেনন।