কলকাতাঃ কেন্দ্রীয় সরকারের কলকাতায় থাকা প্রতিনিধি দলের এসকর্টে থাকা বিএসএফ জওয়ান করোনায় আক্রান্ত । আজ তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে । ইতিমধ্যেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সংস্পর্শে এসেছিলেন কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে । কেন্দ্রীয় সরকারের পাঠানো প্রতিনিধি দলের নিরাপত্তার বিষয়টি দেখছিল বর্ডার সিকিউরিটি ফোর্স । গুরুসদয় রোডে বিএসএফ-র সদরদপ্তর থেকেই কাজ চালাচ্ছিলেন তারা। কেন্দ্রীয় প্রতিনিধি দল বাইরে কোথাও গেলে বিএসএফ-র তরফে এসকর্ট করা হচ্ছিল। সেই এসকর্টের একটি গাড়ির চালক ছিলেন ওই বিএসএফ জওয়ান। ৩০ এপ্রিল তাঁর জ্বর হয়। সূত্রে খবর, তারপরই তাঁকে ওই এসকর্টের গাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। পরে করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গগুলিও প্রকাশ পেতে শুরু করে। গতকাল তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সেই রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই তাঁর সংস্পর্শে আসা ৫০জন বিএসএফ জওয়ানকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।