মালদা

কেন্দ্রীয় সরকার প্যাক হাউস থেকে বিদেশে ফল ও সবজি রপ্তানির সবুজ সংকেতের সিদ্ধান্তে উচ্ছ্বসিত জেলার বণিকসভা

হক জাফর ইমাম, মালদাঃ কেন্দ্রীয় সরকারের ঘোষণায় ফের জেগে উঠতে পারে মালদা জেলার একমাত্র সরকারি প্যাক হাউস৷ দু’দিন আগেই কেন্দ্রীয় সরকার এই প্যাক হাউস থেকে বিদেশে ফল ও সবজি রপ্তানির সবুজ সংকেত দিয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত জেলার বণিকসভা৷ এই সিদ্ধান্তে জেলার আমচাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা উপকৃত হবে বলে আশা করছেন জেলার বিজেপি সাংসদও৷ মালদা জেলার আমকে দেশের অন্যান্য জায়গার সঙ্গে বিদেশে রপ্তানিযোগ্য করতে ২০০৪ সালে শহরের কৃষ্ণকালীতলা এলাকায় সরকারি প্যাক হাউস চালু করা হয়৷ কেন্দ্রীয় সংস্থা অ্যাপেডার সহযোগিতায় প্যাক হাউসটি তৈরি করেছিল রাজ্য উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ নিগম লিমিটেড৷ সেই বছরের ১৬ অক্টোবর এই সরকারি প্যাক হাউসের উদ্‌বোধন করেন রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী শৈলেন সরকার৷ উদ্‌বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের তৎকালীন উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী শৈলেন সরকার এবং সাংসদ বরকত গণি খান চৌধুরি৷ প্যাক হাউসটি চালু হওয়ায় মুখে হাসি ফোটে জেলার আমচাষিদের৷ প্রথম ক’বছর এখান থেকে হিট ট্রিটমেন্টের পর জেলার আম বিদেশেও গিয়েছিল৷ কিন্তু দেখভাল ও সংস্কারের অভাবে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সরকারি এই প্যাক হাউস৷ এখন সেটা পরিণত হয়েছে সাপের আস্তানায়৷কেন্দ্রীয় সরকারের ঘোষণায় সেই প্যাক হাউস ফের পুনরুজ্জীবনের স্বপ্ন দেখাচ্ছে জেলার আম ও সবজি চাষিদের৷ এপ্রসঙ্গে জেলার ব্যবসায়ী নেতা তথা বিশিষ্ট রপ্তানিকারক উজ্জ্বল সাহা জানান, মালদা প্যাক হাউসটি গত ২-৩ বছর ধরে বন্ধ৷ সাম্প্রতিক বাজেটে কেন্দ্রীয় সরকার দেশে উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানিতে জোর দেওয়ার সিদ্ধান্ত নেয়৷ এবার কেন্দ্রীয় সরকার মালদা প্যাক হাউস থেকেও বিদেশে ফল ও সবজি রপ্তানিতে সবুজ সংকেত দিয়েছে৷ জেলার রপ্তানিকারকদের পক্ষ থেকে এর জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি৷ এতে বন্ধ হয়ে থাকা প্যাক হাউসটিকে পুনরুজ্জীবিত করা হল৷
জেলা থেকে ফল ও সবজি বিদেশে রপ্তানি করা হলে সবচেয়ে লাভ হবে মালদার রপ্তানিকারক তথা সংশ্লিষ্ট কৃষকদের৷ মালদায় আম ও লিচু প্রচুর পরিমাণে উৎপাদিত হলেও লিচু সংরক্ষণ করা যায় না৷ তবে আমের ক্ষেত্রে যেমন এই প্যাক হাউস ভীষণ কাজে লাগবে এবং অন্যদিকে রপ্তানিকারকদের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা।