লকডাউনের মধ্যে হাসপাতালের বাথরুমে ঢুকে গেল চিতাবাঘ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গুজরাতের গান্ধিনগরের কোলাবাদা আয়ুর্বেদিক হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার রাতে চিতাবাঘটি হাসপাতালে ঢুকে পড়ে। এরপর, একতলার একটি বাথরুমে ঢুকে পড়ে চিতাটি । সিসিটিভি ক্যামেরায় সে-দৃশ্য দেখতে পান হাসপাতালের কর্মীরা। তারপর বন দফতরের কর্মী ও হাসপাতালের কর্মীদের চেষ্টায় চিতাবাঘটিকে বাথরুম থেকে বের করে, ঘুম পাড়ানি গুলি দিয়ে ঘুম পাড়িয়ে, খাঁচা বন্দি করা হয়।