দেশ

‘গোটা দেশে কোথাও কোনও ডিটেনশন ক্যাম্প নেই’, প্রধানমন্ত্রী ভুলেই গেলেন অসমের কথা

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছিলেন, “অসম জুড়ে ২৮টি ডিটেনশন ক্যাম্প রয়েছে

রবিবার দিল্লির বিধানসভা নির্বাচনী প্রচারে রামলীলা ময়দানের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, “গোটা দেশে কোথাও কোনও ডিটেনশন ক্যাম্প নেই”।  এরপরই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিরোধী নেতারা।তাঁদের কথায়, প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। গুগল সার্চ করলেই সত্যিটা জানা যাবে, দেশে কতগুলি ডিটেনশন ক্যাম্প রয়েছে। এমনকী প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে ট্রোল করছেন নেটিজেনরাও। এদিন সন্ধ্যেয় প্রধানমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নামে কংগ্রেস। একের পর এক টুইট করে প্রধানমন্ত্রীর দাবির সারবত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। কংগ্রেসের কথায়, “গুগল সার্চ করলেই আসল সত্যটা সামনে চলে আসবে।” একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর পাল্টা প্রশ্ন, “আপনার কী মনে হয়, ভারতীয়রা একটা সাধারণ গুগল সার্চ করতে পারে না। সারা দেশে ডিটেনশন ক্যাম্প রয়েছে। আর এই সরকার যতদিন ক্ষমতায় রয়েছে, এই ক্যাম্পের সংখ্যা বাড়তে থাকবে।” পরের আরেকটি টুইটের সঙ্গে বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টের ছবিও পোস্ট করে কংগ্রেস। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের একটি মন্তব্যও উদ্ধৃত করে দেন তাঁরা। যেখানে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছিলেন, “অসম জুড়ে ২৮টি ডিটেনশন ক্যাম্প রয়েছে।” একই দাবি করতে থাকেন নেটিজেনরাও। তাঁরাও একের পর এক সংবাদমাধ্যমের রিপোর্ট, ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন তোলেন।