কোচবিহার: নেতাজির জন্মদিনে স্কুলে কমলালেবু ও চকোলেট নিতে এসে শ্লীলতাহানির শিকার হয়েছে চতুর্থ শ্রেণির দুই ছাত্রী। অভিযোগের তির এক বিএসএফ জওয়ানের দিকে। উত্তেজিত গ্রামবাসীরা আটকে রেখেছেন ওই বিএসএফ জওয়ানকে। এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে কোচবিহারের মেখলিগঞ্জে। অভিযোগ, নেতাজির জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে যোগ দিতে এ দিন সকালে সীমান্তে মেখলিগঞ্জের কলেজ মোড় এলাকায় স্কুলে এসেছিল খড়খড়িয়া এপি বিদ্যালয়ের ক্লাস ফোরের দুই ছাত্রী। সকাল আটটা নাগাদ স্কুল চত্বরে উপস্থিত এক বিএসএফ জওয়ান ওই দুই ছাত্রীকে তাদের ক্লাসরুমে ঢুকতে বলে। ক্লাসরুমে ঢুকলে ওই জওয়ান তাদের শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ । এক ছাত্রী কোনওমতে দৌড়ে পালিয়ে পাশের বাড়ির এক মহিলাকে বিষয়টি জানায়। খবর ছড়াতেই উত্তেজিত গ্রামবাসীরা ওই বিএসএফ জওয়ানকে ঘিরে ধরে। স্কুলের ভিতরেই মারধর করা হয় ওই জওয়ানকে। খবর পেয়ে অন্যান্য বিএসএফ কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছোয়। ততক্ষণে পুরো গ্রাম ভেঙে পড়েছে স্কুল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।