দেশ ভাইরাল

চাঁদে চলছে অটো-ট্যাক্সি দেখালেন বাদল! ভিডিও ভাইরাল নেটে

ভারতের চন্দ্রযান-২ চাঁদের নামার আগেই চাঁদের মাটিতে নেমে পড়লেন বাদল 

বেঙ্গালুরুরঃ ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যাক্তি স্পেস স্যুট পরে চাঁদের মাটিতে হাঁটছেন। অবাক হবেন না, এটা আসলে বেঙ্গালুরুর এক রাস্তার ছবি। বাদল নানজুনদাস্বামী নামে এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে একটি ৫৬ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে প্রথমে দেখা যাচ্ছে, মহাকাশচারীদের মতো স্পেস স্যুট পরে এক ব্যক্তি অসমান জমির ওপর হেঁটে চলেছেন। উপর থেকে ধরা হয়েছে ক্যামেরা। প্রথম কয়েক সেকেন্ড দেখলে মনে হবে সত্যিই চাঁদের উপর হেঁটে বেড়াচ্ছেন কেউ। অভিকর্ষ বল কম থাকলে যে ভাবে হাঁটতে হয় সেভাবেই হাঁটছেন ওই ব্যক্তি। আজ সকাল ভিডিয়োটি পোস্ট হয়েছে। তা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন ভিডিও –

https://www.facebook.com/royalbaadal/videos/813090012418317/