মালদা

ছাগল চোরকে শাস্তি দেওয়ার কথা বলায় সালিশি সভার ৩ সদস্যকে কোপানোর অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

হক জাফর ইমাম, মালদা: ছাগল চোরকে শাস্তি দেওয়ার কথা বলায় সালিশি সভার সদস্যর বাড়িতে ঢুকে বাড়ির ৩ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপাসনোর অভিযোগ উঠল প্রতিবেশী চারজনের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে, সোমবার সন্ধ্যায় মালদা ইংরেজবাজার থানার ঝলঝলিয়া কুলদীপ মিশ্র কলোনি এলাকায়। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মালদা ইংরেজবাজার থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম, স্বপন দাস (৪৭)। তার স্ত্রী জোৎস্না দাস(৪০), ছেলে সুশান্ত দাস(২১)। অভিযুক্ত ভুপেন দাস সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ। আহত স্বপন দাস এর অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে। কারো বাড়ি থেকে ছাগল চুরি,কারো বাড়ি থেকে মোবাইল, আবার কারোটোটো চুরির ঘটনা ঘটেছে এলাকায়।
রবিবার এলাকার এক বাসিন্দার বাড়ি থেকে একটি ছাগল চুরি হয়। এই ঘটনায় হাতেনাতে ভুপেন দাসকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। অভিযোগ তার বাড়ির সামনে এই ঘটনায় একটি সালিশি সভার আয়োজন করা হয়। সেই সালিশি সভায় স্থানীয়, কাউন্সিলরও উপস্থিত ছিলেন। সেখানেই তিনি বলেন, অভিযুক্তর শাস্তির ব্যবস্থা করা উচিত। এই ঘটনার পর সোমবার সন্ধ্যায় ভুপেন দাস এর নেতৃত্বে চারজন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তার বাড়িতে। অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ মারে। তাকে বাঁচাতে আসলে তার স্ত্রী এবং ছেলেকেউ বেধড়ক মারধর করা হয়। তাদের চিৎকার শুনে এলাকার লোকেরা ছুটে এসে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। ঘটনায় বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।