ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। সোমবার জঙ্গি হামলা হয়েছে কিশ্তওয়ার জেলায়। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের এক স্পেশ্যাল পুলিশ অফিসার। পুলিশ সূত্রে খবর, কিশ্তওয়ার জেলার দাচান এলাকার তান্দার গ্রামের ভিতর একটি প্রত্যন্ত এলাকায় এই হামলা হয়েছে। কর্তব্যরত স্পেশ্যাল পুলিশ অফিসারদের উপর আচমকাই হামলা করে জঙ্গিরা। প্রকাশ্যেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তাদের গুলিতে গুরুতর জখম হয়েছেন এক এসপিও। শহিদ হয়েছেন আর একজন। অতর্কিতে হামলা হওয়ায় খানিক হতবাক হয়ে যান সকলেই। এদিকে কেউ কিছু বুঝে ওঠার আগেই ডিউটিতে থাকা জওয়ানদের দুটো রাইফেল নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় জঙ্গিরা। আপাতত তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে খবর। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়।


