জলসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবেশ রক্ষার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভার অধিবেশন জলসংকট এবং ভবিষ্যতের পরিবেশের বিপদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘বিশ্ব উষ্ণায়নের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। আমরা এনিয়ে পরীক্ষা করে দেখেছি, কয়েকটি ব্লকে সমস্যা আছে। ভূগর্ভের উপরিতলের জলস্তর বাড়াতে হবে। আরও বেশি পুকুর খনন করতে হবে।’ পাশাপাশি, সকলের কাছে জলের অপচয় বন্ধ করার আবেদনও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পরিবেশ কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম ‘জল ধরো, জল ভরো’। যার মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয় করে কৃষিকাজে লাগানো হয়। উদ্ভুত পরিস্থিতিতে এই প্রকল্পকে আরও জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া জলের অভাবে জমিগুলিতে বিকল্প কৃষিকাজের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধানসভার আলোচনায় পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে তিনি ‘জল বাঁচাও, বিদ্যুত্ বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানও তোলেন। এদিন নদী সংস্কারের কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেসব নদী মজে গিয়েছে, নতুন করে সেগুলো সংস্কারের কাজে ইতিমধ্যেই হাত দিয়েছে রাজ্য সরকার। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, হুগলির বিভিন্ন নদী সংস্কারের জন্য ২৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। পরিবেশ সচেতনতায় মুখ্যমন্ত্রীর এই বার্তাকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা।