বিদেশ

জার্মানিতে বন্দুকবাজের হামলা, মৃত ৮, আহত ৫

জার্মানির বন্দুকবাজ হামলায় ৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। দুটি হুকা লাউঞ্জ বন্দুকবাজদের হামলার লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে হামলাকারীদের সন্ধানে জোর তল্লাশি শুরু করা হয়েছে। পুলিশ জানায়, একটি কালো রংয়ের গাড়িতে দুর্বৃত্তরা প্রথমে হানাউ শহরের একটি শিশা বারে ঢুকে গুলি করে। প্রথম হামলায় তিনজন নিহত হন। পরে তারা পাশের অ্যারেনা বার এবং ক্যাফেতে ঢুকে গুলির চালায়। সেখানে আরো পাঁচজন নিহত হন। এছাড়া পাঁচজন আহত হয়েছেন। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চালানা হচ্ছে। হামলার কারণ জানা যায়নি।