দেশ

জিএসটি রিটার্নের সময়সীমা বেড়ে হল ৭ এপ্রিল

করোনা ভাইরাসের জেরে জিএসটি রিটার্নের ডেডলাইন বাড়িয়ে দিল অর্থমন্ত্রক। ফেব্রুয়ারির জিএসটিআর-৩বি ফর্ম পূরণ করে জমা দেওয়ার তারিখ ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে অর্থমন্ত্রক। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস-এর তরফে জানানো হয়েছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে জিএসটিআর-৯ ফর্মে অ্যানুয়াল রিটার্ন এবং ২০১৮-১৯ অর্থবর্ষের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জমা দেওয়ার তারিখ ৩১ মার্চ থেকে বর্ধিত করে ৩০ জুন করা হয়েছে। এছাড়া সরকার কম্পোজিশন স্কিম-এর ডিউ ডেট ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৭ এপ্রিল করেছে। GSTঅনেক শিল্প প্রতিষ্ঠান ও চেম্বার অফ কমার্সের তরফে এই সময় বর্ধিত করার জন্য আবেদন করা হয়েছিল। করোনার জেরে পরিস্থিতি বিবেচনা করে ও শিল্প প্রতিষ্ঠানগুলির আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সকলেই। করোনার জেরে শিল্পক্ষেত্রের আর্থিক ক্ষতি যথেষ্টই হচ্ছে। এই সময়ে তাই জিএসটি রিটার্ন নিয়ে সরকারের পদক্ষেপে খুশি বাণিজ্যমহল।

ফাইল চিত্র।