নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ আজও হাওড়ায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। আর বাকি ৫ জেলায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হবে কিনা, তা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। আবারও নতুন করে কোন গোলমালের খবর নেই। কিন্তু এই বিষয় উত্তর ২৪ পরগণা জেলা শাসক অন্তরা আচার্য-এর সঙ্গে মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে অশান্ত হয়ে উঠেছিল বাংলা। ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ছিল রাজ্যে বিভিন্ন জায়গায়। বর্তমানে সেই পরিস্থিতি অনেকটাই শান্ত। গত তিনদিন ধরে রাজ্যের ৬টি জেলার বিস্তীর্ত এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। যে সব জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ,তা হল উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগণা (বারাসত, বসিরহাট), দক্ষিণ ২৪ পরগণা (বারুইপুর, ক্যানিং)। এই সব জায়গায় বুধবারও পরিষেবা বন্ধ ছিল। এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গত রবিবার সরকারের তরফে সমস্ত মোবাইল পরিষেবা সংস্থাকে ইন্টারনেট বন্ধ করার জন্যে জানিয়েও দেওয়া হয়েছিল। সেই মত সেদিন রাত থেকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ৬ জেলায়। পাশাপাশি জেলা প্রশাসনও এই বিষয়ে সতর্ক রয়েছে। এর ফলে ধাক্কা খাচ্ছে অনলাইনে টিকিট কাটা বা কোনও জিনিস অর্ডার দেওয়ার কাজও। বুক করা যাচ্ছে না অ্যাপ-ক্যাব। যদিও সরকারি অফিসে নেট থাকলেও তা ধীর গতির চলায় কাজ করাতে গিয়ে সমস্যায় পড়ছেন। অভিযোগ, ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গেলেই শুনতে হচ্ছে ‘সার্ভার ডাউন’। অন্যদিকে প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী সেই প্রস্তুতিতে ব্যস্ত। তাঁদের একটি বড় অংশই অনলাইনে পড়াশোনা করেন। তিন দিন লাগাতার নেট বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ওই পরীক্ষার্থীরা। প্রশাসন সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।