দেশ

ট্রাম্পের সফরের আগে মোদির রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ, দোকান ও গাড়িতে আগুন, চলল লাঠি-কাঁদানে গ্যাস, জখম ১৩

গুজরাতঃ ট্রাম্পের সফরের মধ্যেই মোদি রাজ্য উত্তপ্ত হয়ে উঠল গোষ্ঠী সংঘর্ষে। বাড়ি, দোকান, গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। প্রায় ১৫ থেকে ২০টি বাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর। গুজরাতের আনন্দ জেলার খাম্বাত তালুকে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ১৩ জন মারাত্মকভাবে জখম হয়েছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় সংঘর্ষের ঘটনা ঘটল। ফলে প্রশ্ন উঠে গেল আইনশৃঙ্খলা নিয়ে। পুলিশ সূত্রে খবর, গত ২৪ জানুয়ারির সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। যা এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। তার মধ্যেই ফের সংঘর্ষ বড় আকার ধারণ করে বলে খবর।