কলকাতা

তিন পৌরকর্মীকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

কলকাতাঃ ২০১৪-২০১৫ পর্যন্ত পৌরনিগমের ভিভিআইপি করিডরের দায়িত্বে থাকা তিনকর্মী আজ হাজিরা দিলেন সিবিআই দপ্তরে । নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে ভিডিও প্রকাশ করেন তাতে দেখা যায়, তোয়ালেতে জড়িয়ে টাকা নিচ্ছেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় । সেই ফুটেজ মেয়রের অ্যান্টি চেম্বারে তোলা হয় বলে দাবি করেন ম্যাথু । তদন্তে নেমে সিবিআই জানতে পারে, ভিভিআইপি করিডরে কোনও সিসিটিভি ছিল না । ফলে তদন্তে তাদের ভরসা করিডরের দায়িত্বে থাকা কর্মীরা । সেই সূত্রেই চারকর্মীকে ডেকে পাঠায় সিবিআই । মেয়রকে চিঠি দেন তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার । আজ নিজাম প্যালেসে হাজিরা দেন তৎকালীন মেয়রের আপ্তসহায়ক তথা অফিসার অন স্পেশাল ডিউটি অম্লান লাহিড়ী । সঙ্গে যান দিনদয়াল সিং এবং প্রিয়জিৎ ঘোষ। তাঁদের কাছে তদন্তকারীরা জানতে চান, ম্যাথু পৌরনিগমে গেছিলেন কি না । পাশাপাশি জানতে চান আরও কিছু তথ্য । এক কর্মী আজ যাননি । তাঁকে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ।

ফাইল চিত্র।