দেশের রাজধানী দিল্লিতে রক্ষা করায় তত্পরতা নেই। কিন্তু আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সাক্ষর করে ফেললেন মোদি। টাকাটাও কম অঙ্কের না। পুরো তিন বিলিয়ন ডলার। সাংবাদিক বৈঠকে সেরকমই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দিল্লির হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে সামরিক অস্ত্র কেনাবেচার চুক্তি সাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে দ্বিপাক্ষিক সাংবাদিক সম্মেলনে মোদি জানালেন, ভারত ও মার্কিন সুসম্পর্ক একুশ শতকের সবথেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। প্রতিরক্ষা, শক্তি ও তথ্যপ্রযুক্তির গঠনের জন্য এই চুক্তির প্রয়োজনীয়তা ছিল। নিরাপত্তা এবং নেশা-মাদকতা বিষয়ক সন্ত্রাস, মাদক পাচার জাতীয় অপরাধ প্রতিরোধ করা নিয়েও কথা বলেছেন তাঁরা। বিশাল বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারত ও আমেরিকার বাণিজ্যে ভারসাম্য রাখার জন্যেই এই দ্বিপাক্ষিক ব্যবসার চুক্তি করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানালেন, তাঁর এই সফর অত্যন্তই উপযোগী হতে চলেছে। প্রতিরক্ষা নিয়ে ভারতের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। ইসলামিক সন্ত্রাস ও সাইবার নিরাপত্তা নিয়ে ভারত ও আমেরিকাকে একজোট হয়ে লড়াই করতে হবে। ৩ বিলিয়ন ডলারের এই চুক্তি দু’দেশের জন্যেই ফলদায়ক হবে। ভারত যুদ্ধের জন্য হেলিকপ্টার নেবে আমেরিকার কাছ থেকে।