তুরস্কের একটি হ্রদে অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি নৌকা ডুবে ৭ জনের মৃত্যু হয়েছে। নৌকার আরোহীরা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। অভিবাসন প্রত্যাশীরা নৌকা নিয়ে বিতলিসের আদিলসেভাজ জেলায় যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত তিনটার দিকে ইরান সীমান্তের কাছে লেক ভানের উত্তর উপকূলে আদিলসেভাজ জেলার কাছে নৌকাটি পৌঁছার সঙ্গে সঙ্গে তা ডুবে যায়। এসময় ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই জন মারা যান। বিতলিস প্রদেশের গভর্নরের কার্যালয় ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ৬৪ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।


