কলকাতা পুজো

দমদম তরুণ দল দুর্গোত্‍সব কমিটিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রাক পুজোর সূচনা

বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোত্‍সব। আর মাত্র ৯২দিন পরেই দুর্গা পুজো। ইতিমধ্যেই শহরের বিভিন্ন পুজো কমিটিগুলিতে পুজোর প্রাক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ রবিবারের দিনে দমদম তরুণ দল দুর্গোত্‍সব কমিটিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রাক পুজোর সূচনা হয়ে গেল। দমদম তরুণ দল দুর্গোত্‍সব এবারে ৪২তম বর্ষে পা দিতে চলেছে। এ বছর এই দুর্গোত্‍সব এর থিম ‘আমি দেখি চাঁদের আলো, তুমি দেখ কলঙ্ক’। মূলতঃ তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এই ভাবনা ফুটিয়ে তোলা হবে বলে জানান পুজো কমিটির কর্মকর্তারা। তাদের এ বছরের প্রতিমা সৃজনে থাকছেন সনাতন দিন্দা। এবারের এই থিম নিয়ে কমিটির কর্মকর্তাদের প্রত্যাশা থাকছে অনেকখানিই। খুঁটি পুজোর অনুষ্ঠান বেশ আড়ম্বরতার সঙ্গে পালিত হয়। চাড়া গাছ লাগিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। মন্ত্রী সুজিত বসু খুঁটি স্থাপন করেন। এছাড়াও এলাকার বহু বিশিষ্ট মানুষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শহরের অন্যান্য পুজোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। সমস্ত অতিথিদের হাতে কমিটির পক্ষ থেকে চারা গাছ তুলে দেওয়া হয়। দেখুন ভিডিও –