কলকাতা

দলবিরোধী মন্তব্য করায় শুভ্রাংশুকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

কলকাতাঃ দলবিরোধী মন্তব্য করায় বীজপুরের বিধায়ক শুভ্রাংশুকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের  বিরুদ্ধেই সরব হন মুকুল পুত্র শুভ্রাংশু। শুধু তাই নয়, বিজেপি নেতা মুকুল রায়ের জন্য তিনি গর্বিত বলেও জানান। সেই সাংবাদিক বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই শুভ্রাংশুর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিল শাসকদল। শুক্রবার, তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, শুভ্রাংশুকে ৬ বছরের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। দলে থেকে দীর্ঘদিন ধরেই শুভ্রাংশু অন্য দলের প্রশংসা করেছেন বলে অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়। এই বিষয়ে দল লক্ষ্য রাখছিল। এবার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। দলে থেকে দলবিরোধী কাজ বরদাস্ত করা হবে না বলে জানান তৃণমূলের মহাসচিব।