দিঘায় মত্স্যজীবীদের জালে ধরা পড়ল বিশাল আকৃতির চিলশংকর মাছ। যার ওজন প্রায় ৬০০ কেজি। বিশাল আকৃতির এই মাছটিকে কোনওক্রমে সমুদ্র থেকে তুলে মোহনার মাছের বাজারে নিয়ে যাওয়া হলে সেটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। জানা গিয়েছে, সোমবার ভোরে কাঁথিতে আল আমিন ৩ নামের একটি ট্রলারের মত্স্যজীবীদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই মাছটি। ৯০০ কেজির এই মাছটিকে জল থেকে তুলতে হিমশিম খেতে হয় মত্স্যজীবীদের। সোমবার মাছটিকে দীঘা মোহনার ফিশ মার্কেটে কালীপদ শাসমলের কাঁটায় নিলামে বিক্রি করা হয়েছে। ১৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন রবীন্দ্রনাথ শ্যামল নামে এক মৎস্য ব্যবসায়ী। মাছটিকে দেখতে ভিড় জমান মৎস্যজীবী ও দীঘায় বেড়াতে আসা পর্যটকরা। তাঁদের মধ্যে ছবি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।