শনিবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪৯০জন নতুন করে সংক্রমিত হওয়ায় মোট আক্রান্ত এপর্যন্ত ২৪,৯৪২জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৫২০৯জন এবং গত ২৪ ঘণ্টায় ৫৬জনের মৃত্যু হওয়ায় মোট মৃত ৭৭৯জন। এখন চিকিত্সা চলছে ১৮,৯৫৩জনের। অথচ, অন্যদিকে, শনিবার সকালেই মন্ত্রক তথ্য দিয়ে দাবি করেছিল যে, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত মাত্র ৬ শতাংশ সংক্রমণ বেড়েছে দেশে। যা এখনও পর্যন্ত সব থেকে কম সংক্রমণের হার। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বে হওয়া মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এই তথ্য দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে। মন্ত্রকের আরও দাবি, এখন দেশে করোনাভাইরাসে মৃতের হার ৩.১ শতাংশ অথচ সুস্থ হওয়ার হার প্রায় ২০ শতাংশ। যা অন্যান্য দেশের তুলনায় ভালো এবং লকডাউনের সুপ্রভাব।