দেশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৭৫৯, মৃত ৪২০, সুস্থ ১৫১৫

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২,৭৫৯। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই রিপোর্ট পেশ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধেতে। ১০,৮২৪ জনের চিকিত্‍সা এখনও চলছে। এখনও পর্যন্ত ১৫১৪ জন সুস্থ হয়ে উঠেছেন কিংবা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২০ জনের। এদের মধ্যে ১ জন রয়েছে বিদেশী নাগরিক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভারতে আক্রান্তের সংখ্যা ৮২৬। বুধবার সেই সংখ্যাটা ছিল ১১১৮। একধাক্কায় আক্রান্তের সংখ্যাটা অনেকটাই কমেছে। বুধবার মৃত্যু হয়েছিল ৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ২৬। যা অনেকটাই কম। যদিও করোনাভাইরাসের জেরে ক্রমশ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে মহারাষ্ট্রে। এই রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৯১৯। মৃত্যু হয়েছে ১৮৭ জনের। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৫৭৮।