নকল করাটা কোনও শিল্প নয়। নকল করে সাফল্য দীর্ঘস্থায়ী হয়না। তাঁর গান হোক বা কিশোর কুমার বা মহম্মদ রফি বা মুকেশ বা আশা ভোঁসলের গান গেয়ে কেউ কিছুদিনের জন্য নাম করতে পারেন। কিন্তু বেশি দিনের জন্য নয়। সংবাদ সংস্থা আইএএনএস-কে এমনই জানালেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তী লতা মঙ্গেশকর। প্রসঙ্গটি এসেছে আসলে রানু মণ্ডলকে সামনে রেখে। রাণাঘাটের স্টেশন থেকে রানুর বলিউডে পৌঁছনোর সফরটা হয়েছে সুপার ফাস্টের গতিতে। তাঁর গলার সঙ্গে লতা মঙ্গেশকরের গলার হুবহু মিল পাচ্ছেন অনেকেই। এমনকি হিমেশ রেশমিয়ার মত গায়ক তথা সঙ্গীত পরিচালক রানুকে দিয়ে গান রেকর্ড করিয়েছেন তাঁর আগামী সিনেমার জন্য।