হক জাফর ইমাম, মালদা: নাগেশ্বর পুরে নাগের আতঙ্ক গ্রামবাসীরা। ঘটনা পুরাতন মালদা ব্লকের নাগেশ্বর পুরের সাহাপুর স্কুল পাড়ার। এলাকা বাসীরা জানান, এলাকায় প্রায়ই ওই ধরনের বিষধর সাপ দেখা যেত। কখনো রাস্তায় তো কখনো কারো বাড়িতে। এই নিয়ে সাহাপুর স্কুলপাড়ার আট থেকে আসি সকল বাসিন্দায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অবশেষে শুক্রবার সাময়িক আতঙ্ক মুক্ত হলো গোটা গ্রাম। তবে গ্রামবাসীদের ধারণা এখানেই শেষ নয় আরো আছে বিষধর সাপ এই গ্রামে। সর্প প্রেমী বঙ্কিম স্বর্ণকার এসে ঐদিন গ্রামের একটি পরিত্যক্ত কুয়া থেকে বিষাক্ত বিষধর সাপ টিকে উদ্ধার করে নিয়ে যায়। পরে ওই বিষধর সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।


