দেশ

নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি ৩ মার্চ ভোর ৬টায়

নতুন করে ফের নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দিনক্ষণ ঘোষণা হল। আগামী ৩ মার্চ সকাল ৬টায় এদের ফাঁসির নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। উল্লেখ্য, এর আগে ১ ফেব্রুয়ারি প্রথমবার ফাঁসির দিন ঘোষণা করেছিল আদালত। এরপর নানান আইনি জটিলতায় ফাঁসি স্থগিত হয়ে যায়। তারপর আদালত আর কোনও দিনক্ষণ ঘোষণা করেনি।

২০১২-র ১৬ ডিসেম্বর একটি ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশকে । নৃশংসভাবে গণধর্ষণ করে খুনের চেষ্টা করা হয় নির্ভয়াকে । ১৩ দিন পর তাঁর মৃত্যু হয় । সেই ঘটনার ৭ বছর পর দোষীদের ফাঁসির সাজা ঘোষণা হয় 7 জানুয়ারি । ২২ জানুয়ারি সকাল ৭ টায় চার দোষীকে ফাঁসি দেওয়া হবে বলে ওই দিন রায় দেয় দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট । কিন্তু শেষ মুহূর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন । এরপর রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় । কিন্তু আবার পিছিয়ে যায় ফাঁসির দিন । নির্ভয়াকাণ্ডের অপর দোষী বিনয় শর্মা এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় । ১৪ ফেব্রুয়ারি বিনয়ের সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত । এরপর তিহার জেল কর্তৃপক্ষ আদালতকে জানায়, নির্ভয়াকাণ্ডের তিন দোষীর সমস্তরকম আইনি সুযোগ-সুবিধা খারিজ হয়ে গেছে । কারওই আর কোনও আবেদন পড়ে নেই । এরই পরিপ্রেক্ষিতে অবশেষে আজ নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির নতুন দিন ঘোষণা করে দিল্লি আদালত । ফাঁসির দিন ঘোষণা হলেও খুশি নন নির্ভয়ার মা আশা । তিনি বলেন, “আমি খুব খুশি নই । কারণ এই নিয়ে তিন বার দোষীদের মৃত্যু পরোয়ানা জারি হল । আমরা অনেক কষ্ট করেছি । তাই আমি সন্তুষ্ট যে, অবশেষে মৃত্যু পরোয়ানা জারি হয়েছে । আমি আশা করছি 3 মার্চ ফাঁসি কার্যকর হবে ।”