দুর্ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ৩টি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা
কলকাতাঃ খিদিরপুরের রিমাউন্ট রোড পথদুর্ঘটনার পর রণক্ষেত্রের চেহারা নিল। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাসের ধাক্কায় মৃত্যু হয় এক পথচারীর । এরপরই স্থানীয় জনতা ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে বাসটি ভাঙচুর করা হয়। তারপর ওই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পিছনের আরও ২টি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটিনাস্থলে যায় বিরাট পুলিশবাহিনী। পুলিশের সঙ্গেও কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় স্থানীয়দের। পুলিশ গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইট ও পাথরবৃষ্টি। পরে পুলিশের আরও বাহিনী যায় ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দিতে শুরু হয় লাঠিচার্জ। নামানো হয়েছে র্যাফ। স্থানীয় সূত্রে খবর মৃত যুবক ওই এলাকারই বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর বাসে আগুন লাগানো এবং ভাঙচুরের ঘটনায় দোষীদের চিহ্নিত করা শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুটি আলাদা মামলা শুরু করা হবে। একটি বাস চালকদের বিরুদ্ধে বেপরোয়া বাস চালানোর অভিযোগে এবং মৃত্যু ঘটানোর জন্য। অন্যটি অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে যাঁরা বাসে ভাঙচুর করেছেন এবং আগুন দিয়ে অশান্তি পাকিয়েছেন।