নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। তার জেরে জামিনে মুক্তি পেল পুলওয়ামা জঙ্গি হামলায় অভিযুক্ত ইউসুফ চোপান। প্রমাণ জোগাড়ে ব্যর্থ হওয়ায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি এনআইএ। দিল্লির এক আদালত তাই গত ১৮ ফেব্রুয়ারি জামিনে মুক্তি দিয়েছে ইউসুফকে। ভয়াবহ ওই জঙ্গি হামলার বর্ষপূর্তির মাত্র কয়েকদিন পরেই গত ১৮ ফেব্রুয়ারি দিল্লির এক বিশেষ আদালত থেকে জামিনে মুক্তি পায় সে। পুলওয়ামা ষড়যন্ত্রকারী সন্দেহে ধৃতের মুক্তি নিয়ে স্বাভাবিকভাবে সুর চড়িয়েছে বিভিন্ন মহল। এই ঘটনার তীব্র প্রতিবাদে সরব কংগ্রেস।


