জেলা

পূর্ব বর্ধমানের কোমরপুর স্টেশনে রেলের আণ্ডারপাসের কাজ চলার সময় ধস, মৃত ১

রবিবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোমরপুর স্টেশনে বড়সড় দুর্ঘটনা। রেলের আণ্ডারপাসের কাজ চলার সময় ধস নেমে মৃত্যু হয়েছে এক ঠিকা শ্রমিকের। এছাড়াও,  মাটি সরিয়ে আরও দু’ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের কাঁন্দরা রামজীবনপুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  রেলের আধিকারিকরা অকুস্থলে পৌঁছেছেন। মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায় নি।