দেশ

প্লাজমা থেরাপির প্রয়োগে সুস্থ করোনা আক্রান্ত, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

সুস্থ হয়ে যাওয়া রোগীদের কাছে প্লাজমা দানের আবেদন

 দিল্লিতে করোনায় আক্রান্ত হওয়ার পর যেসব রোগী সুস্থ হয়ে গিয়েছেন, তাঁদের প্রতি রক্তের প্লাজমা দান করার আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই আমরা আশঙ্কাজনক চার রোগীর উপর প্লাজমা থেরাপি করার চেষ্টা করছি। তার রিপোর্ট খুবই ভালো বলেই দাবি করেন তিনি। এই মুহৃর্তে অন্য আরও ২-৩ জন আশঙ্কাজনক রোগীর জন্য প্রয়োজনীয় রক্ত ও প্লাজমার ব্যবস্থা করা সম্ভব বলে জানালেন চিকিৎসক এস কে সরিন। আমরা তাঁদেরও প্লাজমা থেরাপি করতে হবে। এই বিষয়ে যে সমস্ত রোগীরা করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, তাঁদের প্লাজমা দান করার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ কেন্দ্রীয় সরকার আমাদের খুব সীমিত সংখ্যক প্লাজমা থেরাপির এই ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে। তাই খুবই আশঙ্কাজনক রোগীদেরই এই থেরাপি করা হবে বলে জানান তিনি।