
উত্তর ২৪ পরগণাঃ গতকালের পর আজও দমদম সেন্ট্রাল জেলে অব্যাহত সংঘর্ষ। রবিবার মহিলাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে পুরুষ বন্দিরা। কিন্তু এখনও পর্যন্ত হতাহতের খবর না থাকলেও সূত্র মারফত জানা গেছে একজন মহিলা কারারক্ষী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রায় সাড়ে চার হাজার বন্দি রয়েছেন এই সংশোধনাগারে। দুদিনের এই গন্ডগোলের পর পুলিশ এখনও বুঝে উঠতে পারছে না পুরো বিষয়টি কিভাবে নিয়ন্ত্রণে আসবে। একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক অন্যদিকে সংশোধনাগারের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে দমদম সেন্ট্রাল জেল চত্বর।



