কলকাতা জেলা

ফের পারদ নামবে শনিবার থেকে

বড়দিনে নেই সেই কনকনে ঠান্ডা। আজ, বৃহস্পতিবারও একইরকম আবহাওয়া থাকবে। এর সঙ্গেই থাকছে কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝাড়খণ্ডের উপর থাকা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট একটি বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ভরা শীতের মরশুমে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলায় এই সম্ভাবনা কিছুটা বেশি। বুধবার এমনটাই জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরীশ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আজ-কাল পরিবেশের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে ২৮ ডিসেম্বর, শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে তাপমাত্রাও কমতে শুরু করবে। সেদিনই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে পর্যবেক্ষণে জানা যাচ্ছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় সামান্য বৃষ্টিপাতও হতে পারে।