মুম্বইঃ ফোর্বসের ধনী শিল্পপতিদের তালিকায় এবারও শীর্ষে মুকেশ আম্বানী। সম্প্রতি ভারতের ধনী শিল্পপতিদের একটি তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজনেস ম্যাগাজিন ফোর্বস।তাতেই জানা গিয়েছে নয়া তথ্য, গোটা দেশের আর্থিক অবস্থা যতই নিম্নগামী হোক না কেন, শিল্পপতিদের সম্পত্তি বৃদ্ধিতে তাতে বিশেষ প্রভাব পড়েনি। বিশেষ করে দেশের প্রথমাসারির শিল্পপতিদের এর মধ্যেই ফুলেফেঁপে উঠেছে।ফোর্বসের এই তালিকার শীর্ষে রয়েছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। টানা ১২ বছর ধরে এই তালিকার শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। তালিকায় আট নম্বর থেকে ২ নম্বরে উঠে এসেছেন গুজরাতের শিল্পপতি গৌতম আদানি। ফোর্বসের দাবি, তালিকার শীর্ষে থাকা মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৫১.৪ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে থাকা আদানি গোষ্ঠীর মালিকের মোট সম্পদের পরিমাণ ১৫.৭ বিলিয়ন মার্কিন ডলার।পিছিয়ে নেই হিন্দুজা গোষ্ঠীও। তালিকায় তৃতীয় স্থানে থাকা তাঁদের মোট সম্পদের পরিমাণ ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। শাপুরজি পালোনজি গোষ্ঠীর পালোনজি মিস্ত্রি রয়েছেন ধনীদের তালিকায় চতুর্থ স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও ধনীদের এই তালিকায় নাম রয়েছে উদয় কোটাক, শিব নাদার, কুমার বিড়লা, লক্ষ্মী মিত্তলের।