কলকাতাঃ আজ বিধানসভায় কংগ্রেসের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন, টাকা নিয়ে পরিবহন দফতরে নিয়োগ করা হচ্ছে,। এরপরেই মন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে নজিরবিহীন গণ্ডগোল তৈরি হল রাজ্য় বিধানসভায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যে স্বয়ং মুখ্য়মন্ত্রীকে ওয়েলে নেমে বিক্ষোভ সামাল দিতে হয়। কংগ্রেস বিধায়কের অভিযোগের উত্তরে তাঁকে প্রমাণ দিতে বলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রমাণ দিতে না পারলে বিধানসভায় ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন পরিবহণ মন্ত্রী। এরপর এই নিয়েই শুরু হয় বিতর্ক। পরিস্থিতির ক্রমশ অবনতি হয় এবং শুরু হয় হাতাহাতি। কংগ্রেসের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় রীতিমত তেড়ে যান শুভেন্দু অধিকারীর দিকে। প্রথমে কংগ্রেস, পরে বাম বিধায়করাও বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে দুই পক্ষকে তিনি শান্ত করান।