জেলা

বিধানসভা নির্বাচনে বাংলায় ২৫০ আসন পাবে বিজেপি: অর্জুন

বারাকপুর: আগামী বিধানসভা নির্বাচনে মারাত্মকভাবে পরাস্ত হতে চলেছে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস। আর সেই জায়গায় উল্কার গতিতে উত্থান হবে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টির।এমনই মনে করছেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার প্রকাশ্য সভায় বক্তব্য রাখার সময়ে এই মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে শিল্পাঞ্চলের এই দাপুটে নেতা দাবি করেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ২৫০টি আসনে জিতবে।এদিন বারাকপুরে গান্ধী সংকল্প যাত্রা করে বিজেপি। গত তিন দিন ধরে বারাকপুর লোকসভা এলাকার বিভিন্ন জায়গায় এই কর্মসূচী পালন করছে বিজেপি। এদিন টিটাগড় থানার সামনে থেকে মিছিল করে আসার পরে স্টেশন চত্বরে সভা করে বিজেপি নেতৃত্ব। সেখানেই বক্তব্য রাখার সময়ে কড়া ভাষায় রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন বারাকপুরের সাংসদ।অর্জুন সিং এদিন বলেছেন, “রাজ্যের রাজ্যপালকে নিরাপত্তা দিচ্ছে না মমতার সরকার। রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। কিন্তু অপরাধীদের জেল থেকে ছাড়িয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে।” পুলিশদের একহাত নিয়ে এদিন অর্জুন সিং বলেন, “তৃণমূলের কথায় পুলিশেরা বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা সাজাচ্ছে। গাঁজার কেস দিচ্ছে।” রাজ্যে ফের রাজনৈতিক পালা বদল হলে সেই সকল পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বারাকপুরের সাংসদ। তৃণমূলের অপশাসনে বিরক্ত হয়ে রাজ্যের সাধারণ বাসিন্দারা এখন ফের একবার পরিবর্তন চাইছে বলে দাবী করেছেন অর্জুন সিং। সেই কারণে দলীয় কর্মিদের রাজনীতির ময়দানে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। তাঁর মতে, “বাংলার মানুষ বিজেপিকে ১৮টা আসন দিয়েছে। ভবিষতেও এই ধারা বজায় থাকবে।” এরপরেই তিনি বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। রাজ্যে আমরা ২৫০ আসনে জিতব। তৃণমূলকে খুঁজেই পাওয়া যাবে না।”