এই জয় দিল্লির মানুষের জয়: কেজরিওয়াল
নয়াদিল্লিঃ ‘বিভাজনের রাজনীতিকে ছুড়ে ফেলে দিয়েছেন দিল্লির বাসিন্দারা। ধর্মের নামে নয়, কাজ দেখে তাঁরা ভোট দিয়েছেন।’ দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক জয়ের পর এ ভাবেই দিল্লির নাগরিকদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘এই জয় মানুষের জয়। কাজের প্রতি উন্নয়নের প্রতি বিশ্বাস রেখেই মানুষ ভোট দিয়েছেন। যা নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছে।’ দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল আরও বলেন, ‘তৃতীয় বার আম আদমি পার্টির ওপর ভরসা রাখার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ। যাঁরা আমাকে নিজের ছেলে বলে মনে করেন, যাঁরা আমাদের ভোট দিয়েছেন, আজকের এই জয় তাঁদের জয়। দিল্লির মানুষের ওপর হনুমানজির আশীর্বাদ রয়েছে। পরবর্তী পাঁচ বছরেও হনুমানজিই রাস্তা দেখাবেন। দারুণ কাজ করে দেখিয়েছেন দিল্লির বাসিন্দারা। আপনাদের আমি খুব ভালবাসি।’







