কলকাতাঃ ইতিমধ্যেই স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল। এর প্রভাব পড়েছে দুই ২৪ পরগণা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। সাগরদ্বীপ-বকখালির মাঝখানে বর্তমানে অবস্থান করছেঘূর্ণিঝড় বুলবুল। আজ রাত ৯ টা নাগাদ কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে বুলবুল । বুলবুল যত এগিয়ে আসবে কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ তত বাড়তে থাকবে । যে সময়ে ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়বে সেই সময় কলকাতায় ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিমি । অবস্থার মোকাবিলা করতে কন্ট্রোলরুম থেকে কলকাতার পরিস্থিতি উপর নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম । ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত কলকাতা পৌরনিগম । কন্ট্রোল রুমে বসে বুলবুলের গতিবিধির উপর চলছে নজরদারি । শহরবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন করেছেন মেয়র । ঝড়ের সময় শহরবাসীকে বাড়িতে থাকতে বলেছেন তিনি । কলকাতায় এই মুহূর্তে কোথায় কত বৃষ্টিপাত হয়েছে এবং শহরের টানা বৃষ্টির ফলে কী পরিস্থিতি সেই দিকে নজর রাখছে কন্ট্রোল রুমের । মেয়র জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রয়েছে । বিপজ্জনক বহুতলগুলি ইতিমধ্যে খালি করা হয়েছে । সেখানকার আবাসিকদের পৌরনিগমের স্কুল ও পৌর কমিউনিটি হলগুলিতে স্থানান্তরিত করা হয়েছে বলে তিনি জানান ।শহরের পাম্পিং স্টেশনগুলিকেও তৈরি থাকতে বলা হয়েছে । মেয়র জানিয়েছেন, যতক্ষণ না বিপদ কাটছে, ততক্ষণ তিনি কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবেন। রবিবার থেকে আবহাওয়ার অনেকটা উন্নতি হবে বলেই মনে করছেন আবহবিদরা। ঝড়টি এরপর ক্রমে এগিয়ে কাল সকালের মধ্যে বাংলাদেশের দিকে চলে যাবে।