গরিব মানুষদের জন্য করোনা পরীক্ষা বিনামূল্যে করা হোক। পাশাপাশি আইসিএমআর-এর বেঁধে দেওয়া দাম অনুযায়ী বেসরকারি ল্যাবগুলো কোভিড পরীক্ষার জন্য দাম নিতে পারবে। সোমবার এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, কোভিড-১৯ পরীক্ষার জন্য ৪,৫০০ টাকা দাম বেঁধে দিয়েছে আইসিএমআর। উল্লেখ্য, গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সবার করোনা পরীক্ষা বিনামূল্যে করতে হবে। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে আদালতে যায় বেসরকারি ল্যাবরেটরিগুলি। তাদের বক্তব্য ছিল বিনামূল্যে কোভিড পরীক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়।