খেলা

বোর্ড সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ

ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসে পড়লেন সৌরভ গাঙ্গুলি। বিসিসিআইয়ের ৩৯তম প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার আনুষ্ঠানিকভাবে বোর্ড সভাপতির দায়িত্ব নিলেন সৌরভ। সচিব পদে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। কোষাধ্যক্ষ পদে এলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল। কোনও পদেই নির্বাচন হয়নি। বুধবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নতুন দায়িত্ব বুঝে নিলেন সৌরভ। বিসিসিআই টুইট করে জানিয়েছে, ‘‌সরকারিভাবে বিসিসিআইয়ের সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি।’‌ বৃহস্পতিবারই গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন সৌরভ। নির্বাচকদের সঙ্গে আলোচনা করবেন। বৃহস্পতিবারই বাংলাদেশ সিরিজের জন্য হবে দল নির্বাচন। কালই অধিনায়ক বিরাটের সঙ্গেও বৈঠক করবেন সৌরভ। ধোনির ভবিষ্যত্‍ নিয়েও আলোচনা সারবেন। নিতে পারেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।