করোনা মহামারী পরবর্তী ভারতের অর্থনীতিকে স্থিরতা প্রদান করতে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ দরকার এবং গরিবদের হাতে নগদ টাকা দেওয়া দরকার। আরেকবার সেকথা মনে করিয়ে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে ভিডিও কনফারেন্সিং–এ অভিজিৎ বলেন, অতি দরিদ্রদের হাতে নগদ টাকা দিতে হবে। প্রত্যেকের হাতে নগদ টাকা দিলে সেই টাকায় তাঁরা কেনাকাটা করতে পারবেন, যাতে অর্থ ঢুকবে সরকারি কোষাগারে। রাহুল আশঙ্কা প্রকাশ করেন এই বলে যে দীর্ঘ লকডাউনের ফলে বহু ছোট এবং মাঝারি শিল্প পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে আর তার জেরে কর্মহীন হতে পারেন বহু মানুষ। তার প্রেক্ষিতে অভিজিৎ বলেন, সেকারণেই বড় অঙকের আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে কেন্দ্রকে, যেমন প্যাকেজ আমেরিকা, জাপান, বা ইওরোপের বিভিন্ন দেশ করেছে। অভিজিৎ বলেন, ‘আমরা এখনও বড় অঙ্কের আর্থিক প্যাকেজ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা এখনও জিডিপি–তে এক শতাংশ বৃদ্ধি নিয়ে কথা বলছি, যেখানে আমেরিকা জিডিপি করেছে ১০ শতাংশ।’ নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেছেন, ‘লকডাউনের পর আমাদের ভাবতে হবে রোগের সময়ের পথটা নিয়ে। ’ সব গরিব মানুষের কাছে রেশন পৌঁছে দিতে অস্থায়ী রেশন কার্ড বিলি করা উচিত সরকারের বলে মনে করছেন অভিজিৎ। আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং আরবিআই–এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনও একই পরামর্শ দিয়েছেন বলে রাহুলকে বলেন অভিজিৎ। এবং পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দায়িত্ব কেন্দ্রের নেওয়া উচিত বলেও মনে করছেন তিনি।