মালদা

ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি বাড়ি ভস্মীভূত, ক্ষতি লক্ষাধিক

হক জাফর ইমাম, মালদাঃ ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি বাড়ি পুড়ে ভষ্মীভূত। এই অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির গাংনদীয়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রবিবার রাত বারোটা নাগাদ অগ্নিকান্ডটি ঘটে। প্রত্যক্ষদর্শী মহরুল জানান,’ মুসরেফার গোয়াল ঘরের সাজাল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় জনগণ নিজে পুকুর ও নলকূপ থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যে আগুনের লেলিহানের শিখা ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে তা নেভানো অসম্ভব হয়ে পড়ে। তৎক্ষনাৎ হরিশ্চন্দ্রপুর ফায়ার সার্ভিস অফিস খবর পেয়ে দমকল বাহিনীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই নয়টি বাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান,’ দমকল অফিসে ফোন করলে মধ্য রাতে কেউ ফোন ধরেননি ।বাধ্যতামূলক বাসিন্দারা দমকল অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে করে নিয়ে আসেন । ঐ নয়টি পরিবারের লোকজনেরা পরনের কাপড় ছাড়া আর কিছু বের করতে পারেননি ।ঘন্টা খানেক মধ্যেই ঘরের আসবাবপত্র, কাপড়, শস্য , টাকা পয়সা ও গয়না প্রভৃতি আগুন গ্রাস করে ফেলে।নয়টি পরিবারে প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা সাংবাদিকদের জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো : মহরুল আলম, দুলাল, সফিকুল, আসেরুল, মেইজুল, সামসুল, আকালু, ইসরাইল ও মুসরেফা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহরুল ও দুলালের ।মহরুলের পঞ্চাশ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না সহ বাড়ির সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় । দুলালের আশি হাজার টাকা সহ বাড়ির সামগ্রিক পুড়ে ভস্মীভূত হয়ে যায় ।এছাড়াও ইসরাইলের তিনটি, মুসরেফার একটি ও দুলালের দুটি গবাদি পশু আঘাত প্রাপ্ত হয় । চলতি মাসের বারো তারিখে কুরবানী তারা কিভাবে দিবেন এই চিন্তায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুরের দুই বিধায়ক প্রাক্তন বিধায়ক তজমূল হোসেন ও বর্তমান মালদা জেলার কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মুস্তাক আলম ও এলাকার স্থানীয় নেতারা ঘটনাস্থলে পৌঁছে সরজমিন পরির্দশন করেন।
ক্ষতিগ্রস্ত ঐ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং প্রতিটি পরিবারকে পলিথিন, কাপড় ও শুকনো খাওয়ার দিয়ে সাহায্য করেন।