নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট হলেন সাব লেফটন্যান্ট শিবাঙ্গী । প্রাথমিক প্রশিক্ষণের পর গতবছর তাঁকে ভারতীয় নৌসেনায় নিয়োগ করা হয় । আজ কোচির নৌসেনা ঘাঁটিতে তিনি কাজে যোগ দেন । নজরদারি বিমান ওড়াবেন শিবাঙ্গী । বিহারের মুজফ্ফরপুরে জন্ম শিবাঙ্গীর। DAV পাবলিক স্কুলে পড়াশোনা। সিকিম মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা । শিবাঙ্গী বলেন, “আমি খুব সাধারণ ঘরের মেয়ে । আমার বাবা একটি সরকারি স্কুলের অধ্যক্ষ । মা গৃহবধূ । কোনও মেনস্ট্রিম বিষয় নিয়ে পড়াশোনা করিনি । এটা জানার পরও আমার মা-বাবা সবসময় আমার পাশে থেকেছেন ।” নিজের পেশা সম্পর্কে জানাতে গিয়ে শিবাঙ্গি বলেন, “আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন বরাবরের । খুব ছোটোবেলায় বাড়ির কাছে একটি চপার নামতে দেখি । সেখানে পাইলটকে দেখেছিলাম । সেই থেকে পাইলট হতে চেয়েছিলাম । “