বিনোদন

ভাল আছেন সৌমিত্র, হাসপাতালের বেডে শুয়েই ছবি পোস্ট স্যোশাল মিডিয়ায়

গতকাল সল্টলেক সেক্টর ফাইভের কাছে দুর্ঘটনার কবলে পড়ে গায়ক সৌমিত্র-এর গাড়ি। দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন সৌমিত্র। তিনি গুরতরভাবে আহত হন। বুকে ও পায়ে চোট লাগে তার। দুর্ঘটনার পর প্রথমে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আপাতত তিনি অনেকটাই ভাল রয়েছেন। হাসপাতালের বেডে শুয়ে নিজেই ছবি পোস্ট করলেন গায়ক। লিখলেন চিন্তা করো না, কয়েকটা ফ্র্যাকচার মাত্র। খুব শিগগিরিই আপনাদের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন সৌমিত্র।

https://www.facebook.com/photo.php?fbid=2443247352447158&set=a.454624841309429&type=3&theater