মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের ব্যাপারে চিরদিন মুখ বন্ধ রাখবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে ত্যাগ করার পর আমার নীরবতা চিরকালীন নয় এবং একদিন আমি তার ব্যাপারে মুখ খুলব। সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার নিবন্ধে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে হস্তক্ষেপমূলক নীতিকে ‘অগঠনমূলক’ বলে অভিহিত করেন।এর আগে জিম ম্যাটিস গত বুধবার বলেছিলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে এজন্য ত্যাগ করেছেন যে, আমেরিকার মিত্রদের আস্থা ও বিশ্বাস ধরে রাখার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্টকে যে পরামর্শ দিতেন তা ট্রাম্প উপেক্ষা করতেন। নিউইয়র্কারে প্রকাশিত এক প্রতিবেদনে ম্যাটিস এ হুঁশিয়ারি দেন।