জেলা

মালদাতে নৌকা উলটে মৃত তিন নাবালক

মালদহ: পুজোর আগে থেকে বন্যায় বিপর্যস্ত মালদা একাংশ৷ বিজয়ার দিন অর্থাৎ মঙ্গলবার রাতে ফের নৌকা ডুবির ঘটনা ঘটল৷ মালদহের বৈষ্ণবনগর থানার মণ্ডল পাড়া থেকে কৃষ্ণপুরে দুর্গা পুজোর মেলা দেখতে আসছিল একটি নৌকা৷বন্যার জলে ইটভাটার গর্তে নৌকটি উলটে যায়৷ জানা গিয়েছ, নৌকায় ১২ জন যাত্রী ছিলেন৷ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সাঁতরে উঠেছে৷ কিন্তু নিখোঁজ হয়ে যায় তিন নাবালক৷ গভীর রাত পর্যন্ত পুলিশ ও এলাকার মানুষ তল্লাশি চালিয়ে ওই তিন নাবালকের মৃতদেহ উদ্ধার করে৷ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷প্রসঙ্গত, জলে ভাসছে ইংরেজবাজার পুরসভার বিস্তীর্ণ এলাকা। করুণ দশা ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টি ওয়ার্ডের‌। একই পরিস্থিতি পুরাতন মালদা পুরসভার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন পরিস্কার করা হচ্ছে না। ফলে ড্রেনের জল উপচে চারিদিক ভাসিয়ে দিয়েছে।দেখা নেই প্রশাসন, সংশ্লিষ্ট কাউন্সিলরের। তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ইংরেজবাজার পুরসভার রামকৃষ্ণপল্লী, সুভাষপল্লী, শরৎপল্লী, মালঞ্চপল্লী, কৃষ্ণপল্লী, মিশনঘাট এলাকা সহ একাধিক এলাকা জলবন্দী। পুরাতন মালদার ২০টি ওয়ার্ডের ৯টি ওয়ার্ডে জল জমেছে।বাসিন্দাদের অভিযোগ, পুজোর আগে ফি-বছর নর্দমা পরিষ্কারের কাজ চলে। এই বছর এখনও পর্যন্ত এলাকার একটি নর্দমার কাজ শুরু করা হয়নি। ওয়ার্ডের কাউন্সিলরের দেখা নেই। আদৌ তিনি ওই পদে আছেন কিনা সন্দেহ। আশেপাশের বিভিন্ন এলাকার জল এসে জমা হচ্ছে আমাদের এলাকায়।