জেলা পুজো

সকাল থেকে বৃষ্টিতে বিঘ্ন প্রতিমা নিরঞ্জন

হলদিয়া: চারিদিকে মা দুর্গার বিদায়ের বিষাদের সুর৷ মা ফিরে যাচ্ছন কৈলাশে৷ মা তার পরিবার নিয়ে যাতে ভালোভাবে কৈলাসে যেতে পারেন তারজন্য জেলার বিভিন্ন ঘাটে পুলিশ প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷মঙ্গলবার রাত থেকে জেলার বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জনের পর্ব শুরু হয়েছে৷ এদিন তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভার উদ্যোগে হলদি নদীতে প্রতিমা নিরঞ্জনের সুব্যবস্থা করা হয়৷ সন্ধ্যে থেকে চলে প্রতিমা নিরঞ্জনের পর্ব৷ পুলিশ প্রশাসনের পাশাপাশি হলদিয়া পুরসভার কর্মীরা প্রতিমা নিরঞ্জনের সহযোগীতা করেন৷প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই কাঠামো তুলে ফেলার কাজও করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে৷ হলদিয়ার পাশাপাশি মহিষাদল রাজ কলেজ পুকুর, রূপনারায়ন নদীতেও প্রতিমা নিরঞ্জনের সুব্যবস্থা করা হয়৷ মঙ্গলবার বেশকিছু প্রতিমা নিরঞ্জন হলেও বুধবার সকাল থেকে কিছু কিছু প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে৷সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় জেলাজুড়ে৷ ফলে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে একটু সঙ্গে সমস্যা হলেও পুলিশ প্রশাসনের চেস্টায় ও সহযোগিতায় তা সুন্দরভাবে হয়ে চলেছে৷দশমীর রাত থেকেই রাজ্যজুড়ে শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি৷ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। বুধবার সারাদিন ধরে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া দফতর।এদিন ভোর থেকেই উত্তর ২৪ পরগণা, হুগলি, বর্ধমান, নদীয়ার বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল থেকেই রাজ্যের বেশ কিছু জায়গার বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। মঙ্গলবারও বজায় থাকে সেই একই ধারা। ইতিমধ্যেই এই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা।