মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ ভোরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি হয়েছিলেন কোয়েল। ডাক্তারদের তরফে জানানো হয়েছে মা এবং ছেলে দুজনেই ভালো আছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে কোয়েল জানিয়েছিল তার মাতৃত্বের খবর। দেশের বর্তমান পরিস্থিতিতে তার স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন পরিবারের সদস্যরা। যদিও চিকিৎসকরা জানিয়েছেন মা ও ছেলের সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানাকে বিয়ে করেন কোয়েল।