দীর্ঘ সাত মাস পর মুক্তির পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। গত ৫ আগস্ট গৃহবন্দি হওয়ার পর থেকে চেনা দুনিয়াটা আমূল বদলে গিয়েছে তাঁর কাছে। এখন সময় অনেকটাই বদলেছে, মনে করছেন ওমর।মঙ্গলবার মুক্তি পেয়েই তিনি টুইট করেন, ‘২৩২ দিন পর নির্বাসন পর্ব কাটল। আজ অবশেষে হরি নিবাস ছাড়লাম। চেনা পৃথিবীটাই বদলে গিয়েছে।’


